মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংষ্কৃতিক উৎসব, শীতবস্ত্র বিতরণ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হয়েছে। শুক্রবার রাতে শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ও ব্যতিক্রম সাংষ্কৃতিক সংস্থার সভাপতি এডভোকেট মাহবুব আলম স্বপন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ আলম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এডভোকেট আমানউল্লাহ প্রধান শাহীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন ফরিদ।
সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম স্বপন খোকা, সাংবাদিক, সংস্কৃতিকর্মী সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ থিয়েটারের সাবেক সভাপতি দুলাল হোসেন, আনমনা প্রাঙ্গণের সাধারণ সাধারণ সম্পাদক তাহের মাহমুদ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি এডভোকেট চৌধুরী মোস্তফা আল মামুন টিটু, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সভাপতি এডভোকেট শেখ মজিবুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সংগীত শিল্পী এডভোকেট শাহ আলম শানু, অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারণ সস্পাদক মো. মাহাবুব আলম, আনমনা প্রাঙ্গণের সহ-সভাপতি মো. জুনায়েদ, তবলাশিল্পী গোবিন্দ চন্দ্র মন্ডল, নাট্য ও আবৃত্তি শিল্পী সুমন শেখ, সংগীত শিল্পী এডভোকেট মনিরুজ্জামান কনক, সেতুবন্ধন শিল্পীগোষ্ঠীর সভাপতি সংগীতশিল্পী এডভোকেট রফিকুল ইসলাম বাবু, প্রজন্ম থিয়েটারের প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী সুদীপ দাস দ্বীপ, নৃত্য সারথির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, তালতরঙ্গের সভাপতি শরীফ মাহমুদ, সংগীত শিল্পী ইসরাত জাহান জয়া, মুন্সীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আলমগীর হোসেন, শেখ ফরিদ পলক, সাংস্কৃতিক অঙ্গণের আরো অনেকে।
এমএইচ/এমএ