Saturday | 8 February 2025 | Reg No- 06
Epaper | English
   
Saturday | 8 February 2025 | Epaper
BREAKING: এবারও শিরোপা বরিশালের ঘরে, গড়লো ইতিহাস      বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি থাকবে: কৃষিবিদ তুহিন      বয়স্কদের ছাড় দিয়ে তরুণদের নেতৃত্বই মানতে হবে: সিনিয়র সচিব      শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা      জাতীয় নির্বাচন বছরের শেষ দিকে হতে পারে: প্রধান উপদেষ্টা      যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম রেল স্টেশনের নাম পরিবর্তন      ৩ দিনের মধ্যে ইস্যু না হলে উড়োজাহাজের বুকিং টিকিট বাতিল      

জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি

Published : Sunday, 26 January, 2025 at 4:54 PM  Count : 172

দুর্বার লক্ষ্য নিয়েই শুরু হয় একটি দুর্দান্ত যাত্রার! ২৪ বছর আগে রেজাল্ট ড্রিভেন স্ট্র্যাটেজির মাধ্যমে কমিউনিকেশন জগতে বিপ্লব ঘটানোর লক্ষ্য নিয়েই জানালা বাংলাদেশ শুরু করেছিলো তাদের যাত্রা। সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে জানালা বাংলাদেশ আজ হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। 

জানালা বাংলাদেশ-এর যাত্রা শুরু হয় ২০০১ সালে। আজ এটি একটি সোশ্যাল ও বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনের এক্সপার্ট সল্যুশন নিয়ে প্রিমিয়ার ৩৬০ ডিগ্রি মার্কেট কমিউনিকেশন এজেন্সি হিসেবে প্রতিষ্ঠিত। ২৪ বছরের এই যাত্রায় জানালা বাংলাদেশ ৩২টি ইন্ডাস্ট্রি ভার্টিক্যালে ৫০০টিরও বেশি ক্লায়েন্টকে সার্থকভাবে সেবা দিয়ে আসছে। শক্তিশালী কমিউনিকেশন স্ট্র‍্যাটেজি ও টুলসের মাধ্যমে জানালা বাংলাদেশ সোশ্যাল কমিউকেশন সেক্টরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে।

বিগত ২৪ বছরে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দনের দূরদর্শী নেতৃত্বে জানালা বাংলাদেশ একটি ক্রিয়েটিভ স্টার্টআপ থেকে কমিউনিকেশন স্ট্র্যাটিজির পাওয়ার হাউজে পরিণত হয়েছে। তিনি বিশ্বাস করেন যে, জানালা বাংলাদেশ শুধুমাত্র পোর্টফোলিও তৈরিতে নয়; ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটেজি ও নির্ভুল এক্সিকিউশনেও পারদর্শী।

দীর্ঘ ২৪ বছরের এ যাত্রায়, জানালা বাংলাদেশ ১,৩৫০ এরও বেশি কমিউনিকেশন স্ট্র্যাটিজি ও ১৫০০ এরও বেশি অডিওভিজ্যুয়াল তৈরি করে পৌঁছে গেছে গ্রাম ও শহরের অসংখ্য মানুষের কাছে। বাংলাদেশের ৬৪টি জেলায় ১২০০ এরও বেশি অ্যাক্টিভিশনের মাধ্যমে এজেন্সিটি দেশ-বিদেশে ১৪ মিলিয়নেরও বেশি মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। ৪টি মহাদেশের ৯টি দেশে বিস্তৃতির মাধ্যমে জানালা বাংলাদেশ উদ্ভাবনী সমাধানের মধ্য দিয়ে বিভিন্ন অঞ্চলের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা অর্জন করেছে।
জানালা বাংলাদেশ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প সম্পন্ন করেছে, যা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং জীবনযাত্রার মান উন্নয়ন ও সাস্টেইনেবল ডেভেলপমেন্টে অগ্রণী ভূমিকা রেখেছে। একইসাথে জানালা বাংলাদেশ বিভিন্ন প্রাইভেট সেক্টরের জন্যও দারুণ সব প্রোজেক্টে কাজ করেছে, যা উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনে উন্নয়ন ঘটিয়েছে। শক্তিশালী হিউম্যান রিসোর্স নেটওয়ার্ক তৈরির মধ্য দিয়ে এর সাফল্য আরও প্রতিফলিত হয়েছে। এর মাধ্যমেই জানালা বাংলাদেশ অর্জন করেছে ISO 9001:2015 এবং ISO 14001:2015 সার্টিফিকেশন।

জানালা বাংলাদেশ-এর অধীনস্থ অর্গানাইজেশনগুলো হলো: BASECAMP- এটি একটি অ্যাডভেঞ্চার ও আউটডোর ক্যাম্প, যা দেশজুড়ে পাঁচটি জায়গায় কাজ করে যাচ্ছে, neofarmers Bangladesh- এটি নিরাপদ ও প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে বিভিন্ন লাইফস্টাইল পণ্য তৈরি করছে, GINGER Digital- এটি বিভিন্ন ব্র্যান্ডের জন্য ডাটা-ড্রিভেন ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছে এবং KEYSTONE- ব্যতিক্রমী ইন্টেরিয়র ডিজাইন, আরকিটেকচারাল প্ল্যানিং ও কনস্ট্রাকশন সার্ভিস প্রদান করছে। ৩০০ জনেরও বেশি সুদক্ষ ও প্রতিভাবান প্রফেশনালদের নিয়ে জানালা বাংলাদেশ ও এর অধীনস্থ অর্গানাইজেশনগুলো অসাধারণ কাজের মাধ্যমে একটি লক্ষণীয় ও ইতিবাচক প্রভাব বিস্তার করেছে।

৩৬০০টিরও বেশি প্রকল্প সম্পন্ন করে ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের মাধ্যমে জানালা বাংলাদেশ ইতিবাচক সামাজিক পরিবর্তনকে উৎসাহিত করতে ও সচেতনতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে অটল রয়েছে। আর এভাবেই জানালা বাংলাদেশ তাদের অত্যাধুনিক প্রযুক্তি, ডাটা-ড্রিভেন ইনসাইট এবং বিহেভিয়ার ফোকাসড কমিউনিকেশনের সমন্বয় ঘটিয়ে উজ্জ্বল আগামী নিশ্চিতে বধ্যপরিকর।

এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close