বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা দেশের মতো ফেনীতেও চাঁদাবাজি হচ্ছে, দখল হচ্ছে। যারা এ সমস্ত কাজ করছেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ দয়া করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাই। এসব করলে শহীদদের অপমান করা হবে। চাঁদাবাজি আর দখলদারি করার জন্য শহীদরা জীবন দেয়নি। এসব যন্ত্রণা থেকে রক্ষা পেতেই তারা রাস্তায় জীবন দিয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জামায়াতে ইসলামীর আমির আরো বলেন, শেখ হাসিনা আপনি যাদের ফাঁসি দিয়েছেন, তারা হাশরের দিন হাসবেন। আর সেদিন আপনি ও আপনার খুনি চক্রের বিচার আল্লাহর দরবারে হবে। সেই বিচার অবশ্যই বাংলার মাটিতে হোক এটি আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। প্রত্যেক শহীদের হত্যাকাণ্ডের বিচার চাই। সে যত বড় ব্যক্তি হোক আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। নিরপরাধ মানুষকে যারা হত্যা করেছে। বিচারের নামে তামাশা করেছে। ইনশাল্লাহ দুনিয়া দেখবে তাদের প্রতি কি ধরনের আচরণ করেছে। আমরা সেই দিনটির অপেক্ষায় রইলাম।
এর আগে তিনি ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজী উপজেলা শহরের পথসভায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে এসব বক্তব্য দেন।
সকালে সড়ক পথে ফেনী এসে প্রথমে জামায়াত আমির ডা: শফিকুর রহমান ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে শহীদ শ্রাবণের কবর জিয়ারত এবং ফেনী শহরের সুলতানপুর এলাকায় হিন্দু পরিবারকে নবনির্মিত নতুন ঘর উপহার দেন। বিকাল ৫টায় ফেনী-৩ নির্বাচনী আসনের দাগনভূঞা আতাতুর্ক স্কুলে এক জনসভায় ভাষন দেন।
তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিম।
এমবিটিবি/ এসআর