পটুয়াখালীর বাউফল থানায় একযোগে ৬৯টি অভিযোগ দাখিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে তারা থানায় এসে অভিযোগগুলো জমা দেন।
এর আগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক মাঠে গিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুনতাসির তাসরিফ লামিম, আয়েশাতুন্নেসা বর্ষা, মু. রুহুল আমিন, ফারহান রুপাইসহ আরও অনেকে।
সমাবেশে ছাত্র প্রতিনিধিরা বলেন, বাউফলে সম্প্রতি সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষকে হয়রানি আশঙ্কাজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মানুষের জানমালের কোনো নিশ্চয়তা নেই। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের অবহেলা ও নিরব ভূমিকার সমালোচনা করে ছাত্র প্রতিনিধিরা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যেমন মানুষ তাদের ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছে, মানুষকে জিম্মি করে রাখা হয়েছে, এখনো তাই হচ্ছে। এমন অপশাসনের জন্য ছাত্র-জনতা রাজপথে জীবন দেয়নি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা জীবন বাজি রেখেছি। যতদিন আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে, ততদিন ছাত্র-জনতার আন্দোলন চলবে।
শান্তি সমাবেশ শেষে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি, দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাউফল থানায় একযোগে ৬৯টি অভিযোগ জমা দেন ছাত্ররা।
বাউফল থানার ডিউটি অফিসার এসআই মো. মাহবুব আলম জানান, ৬৯টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ছাত্রদের অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এএস/আরএন