কর্কট
(২১ জুন - ২০ জুলাই) বেকারদের চাকরি লাভের দিন। পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন। আয়-রোজগারের ক্ষেত্রে আজ উন্নতি হবে। পিতার সাথে মনমালিণ্য দূর হয়ে যাবে।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) আয়-রোজগারের জন্য বিদেশ যেতে পারেন। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয়। শিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলুন। সাংসারিক জটিলতা এড়াতে হবে। ব্যাংক ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগার।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে সফল হবেন। আয়-রোজগারের ক্ষেত্রে উন্নতি। অংশিদারী ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগারের আশা।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) দিনটি কর্মক্ষেত্রে উন্নতির। সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য পাবেন। গোপন শত্রুদের উপযুক্ত জবাব দিতে পারবেন। সমালোচকরা আপনার অগ্রগতিতে হিংসায় জ্বলে যাবে।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। সন্তানের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ। মেধাবীদের প্রতিযোগীতামূলক পরীক্ষায় অগ্রগতির দিন। শিল্পী ও কলাকুশলীদের আশানুরুপ রোজগার হবে।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। মায়ের সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ। নিজের চেষ্টায় সম্পদ অর্জনে সফল হবেন।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। মধ্যস্ততার কাজে ভালো রোজগারের আশা। প্রবাসী ছোট ভাই-বোনের বিয়ে শাদীর আলোচনায় অগ্রগতি।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো রোজগারের আশা। সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য লাভ। খুচরা ও পাইকারি বাণিজ্যে লাভের দিন। সঞ্চয়ের চেষ্টায় উন্নতি।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।