Thursday | 20 March 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 20 March 2025 | Epaper
BREAKING: নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস      ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি      হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ      চালের দাম বেড়েছে      বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা মুক্ত হলেন সাকিব      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ১৬ হুথি সদস্য নিহত      রাজধানীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড      

যুবদল নেতার নির্দেশে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ

Published : Thursday, 6 February, 2025 at 5:55 PM  Count : 197

একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর রামপুরায় এক যুবদল নেতার নির্দেশে ঢাকা মহানগর উত্তর রামপুরা থানাধীন ২৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হক বিশু ব‍্যাপারীর উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় হামলায় অংশ নেওয়া কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার রামপুরায় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মোঃ রুবেল হক বিশু ব‍্যাপারী।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারী (রোববার) রাত ৮টায় রাজধানীর মালিবাগ বাজাররোড রুপালী ক্লাবের পাশে মাংসের দোকানের সামনে আমার উপর অতর্কিত হামলা করা হয়। রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলুর নির্দেশে ঘটনাটি ঘটিয়েছেন ডিম মনা, তালাত, কেরেচ্ছা আলম, মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জন। তারা ছুরি, চাপাতি, জিআই প্রাইপ দিয়ে বেদরকভাবে আমাকে মেরে জখম করে পালিয়ে যায়। ঘটনার এক পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় জনতা আমাকে হাসপাতালে ভর্তি করে।

আমি হাসপাতালে ভর্তি থাকায় এ ঘটনায় আমার ছোট ভাই সাজ্জাত হক রকি বাদি হয়ে রামপুরা থানায় ডিম মনা, তালাত, কেরেচ্ছা আলম, মাসুম খানসহ অজ্ঞাত আরো ৪/৫জনের নাম দিয়ে মামলা দায়ের করেছেন।

রামপুরা থানার ওসি আতাউর রহমান বলেন, বাদী পক্ষ এজেহারে যাদের নাম দিয়েছি আমরা তাদের নাম দিয়েছি। এখন পর্যন্ত কোনো আসামীকে ধরা যায়নি। তাদের ধরতে কাজ করছে পুলিশ।
সংবাদ সম্মেলনে রুবেল হক বিশু ব‍্যাপারী বলেন, আমি রামপুরা থানাধীন ২৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমি ১১৬ টি মামলার আসামী হয়েছি। ১৭ বছরে ১৭ টি দিন বাসায় থাকতে পারিনি। বছরের পর বছর জেল খেটেছি। কত নির্যাতন ও নিপিড়নের স্বীকার হয়েছি আমি যা আপনাদের বলে শেষ করা যাবে না। দুঃখের বিষয় হলো দল ক্ষমতা না আসলেও এখন আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনভাবে চলতে পারি। আমার রাজনীতির পথপ্রদর্শক আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা আছে এলাকায় কোনো চাঁদাবাজি দখলবাজি করা যাবে না। কাউকে করতে দেওয়া যাবে না। সেই পথে আমি হাঠতে গিয়ে আজ আমি নির্যাতিত নিপিড়িত।

তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারী রামপুরা থানা যুবদলের আহ্বায়ক কামাল আহমেদ দুলু ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মালিবাগ কমিটি সেন্টারের উল্টো পাশে সিএনজি স্ট‍্যান্ড দখল করতে গেলে আমি বাঁধা দেই। সেই সূত্রপাতে গত ২ ফেব্রুয়ারী মালিবাগ বাজাররোড রুপালী ক্লাবের পাশে মাংসের দোকানের সামনে আমাকে একা পেয়ে তার ক‍্যাডার বাহিনী দিয়ে আমার উপর এই নৃশংস হামলাটি করান।

তবে এসব অভিযোগের বিষয়ে কামাল আহমেদ দুলু সাংবাদিকদের বলেন, আমি সামনে কাউন্সিলর নির্বাচন করবো। আমার বিরুদ্ধে একটা মহল অপপ্রচার করছে। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নয়।

এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close