ফেনীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের বাড়িতে হামলা এবং জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শত শত উত্তেজিত জনতা এসব ঘটনা ঘটায়।
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের শহরের বিমানবন্দর সড়কের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
পরে শহরের স্টেশন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এটি সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় ব্যবসায়ীদের জমি জবরদখল করে নির্মিত বলে অভিযোগ রয়েছে।
অপরদিকে, একইদিন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাড়ির তিনটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরনের সোনাপুর গ্রামের মিয়া বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই বাড়িটি ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নানার বাড়ি।
বিগত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর দিন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িটিতে উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় বাড়ির সকল আসবাবপত্র, দরজা-জানালা জনতা লুটপাট করে নিয়ে যায়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, আলাউদ্দিন নাসিম ছিলেন আওয়ামী সন্ত্রাসের মূল হোতা। আওয়ামী লীগের লোকজন তাকে অভিভাবক মানতো। তিনি সকল অপরাধের কলকাঠি নাড়তেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ঘটনা সত্য, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে কাউকে পাওয়া যায়নি। তিনি অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
এটি/আরএন