খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা সম্পত্তিতে শেখ হাসিনার নামে পাট গোডাউন ও রেস্ট হাউসে ভাঙচুর চালিয়েছে স্থানীয় জনগণ।
বৃহস্পতিবার রাত আটটার দিকে বিক্ষুব্ধ জনতা রেস্ট হাউস ও গোডাউনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন খুলনার দিঘলিয়া নগরঘাট সংলগ্ন ভৈরব নদীর তীরে মায়ের স্মৃতিবিজড়িত সম্পত্তি এবং তার উপর নির্মিত গোডাউন পরিদর্শন করেন। এ সময় দিঘলিয়া থেকে চন্দনীমহল পর্যন্ত সড়কের প্রস্তাবনা উত্থাপিত হলে তিনি তাতে সম্মতি প্রদান করেন, কিন্তু পরবর্তীতে সড়কটি নির্মাণে কোন প্রকার অগ্রগতি দেখা যায়নি।
জানা যায়, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক (৪ বিঘা) জমি কিনেছিলেন, যেখানে পাট গুদাম ও এক কক্ষের ঘর নির্মাণ করা হয়। ওই জমিতে নির্মিত পাট গোডাউন বর্তমানে ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।
দিঘলিয়ায় এ ৪ বিঘা জমির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও জানতেন না। ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই জমির কথা জানতে পারেন। শেখ মুজিবের জীবদ্দশায় ওই জমিতে পাটের গুদাম ও এক কক্ষের আধাপাকা ঘর ছিল। পরে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ওই বাড়িটি পুনঃসংস্কার করে শেখ হাসিনাকে বুঝিয়ে দেন। এরপর থেকে পাটের গোডাউন ভাড়া দিতে শুরু করেন শেখ হাসিনা।
২০২৩ সালের ৬ জানুয়ারি, ব্যক্তিগত সফরে খুলনার দিঘলিয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন দেখতে আসেন। এ সময় তিনি ৪০ মিনিট অবস্থান করে পাট গোডাউন ও রেস্ট হাউজ পরিদর্শন করেন। এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ তন্ময় এমপি, এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
এসএস/আরএন