বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বারো মাস সব কৃষকের মুখে হাসি থাকবে বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকার উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সর্বদলীয় কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ভালুকায় বিরুনিয়া ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করে। এতে সমাবেশস্থলে ঢল নামে নেতাকর্মীদের।
জাফির তুহিন বলেন, 'কৃষকদের দিয়েই উন্নয়ন শুরু করবে বিএনপি। কৃষকের কোনো সমস্যাই থাকবে না।'
প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষার ব্যবস্থা, বিনা সুদে কৃষি ঋণ, শস্য বীমা চালুসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বাড়িকে বাগানে ও খামারে পরিণত করা হবে। নারীদেরও কৃষিতে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।'
বিরুনীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ মল্লিক সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাসার আকন্দ, যুগ্ম সাধারণ সস্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক শামছুর রহমান শাসম, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, ময়মনসিংহ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল আকন্দ লিটন, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আ. কাইয়ুম রিপন, ভালুকা উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুল, সদস্য সচিব মাসুদ রানা।
এ সময় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা ও ভালুকা উপজেলার কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এএস/এমএ