খুলনায় মারিয়া সুলতানা বৈশাখীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর মোস্তর মোড় বাইপাস সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।
মানববন্ধনকারীরা বলেন, বৈশাখীকে তার স্বামী মাসুম বিল্লাহ সরদার ও শাশুড়ি নুরজাহান বেগম নির্যাতন করে হত্যা করেছে। প্রায় তিন বছর আগে মুজগুন্নী সরদার বাড়ির আরিফ বিল্লাহর সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় বৈশাখীর। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বৈশাখীর উপর বিভিন্ন সময়ে নির্যাতন করতেন আরিফ বিল্লাহ। গত ০৪ ফেব্রুয়ারি সকালে আদ-দ্বীন হাসপাতালে বৈশাখীকে অচেতন অবস্থায় আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে বৈশাখীর বাবা মোহাম্মদ মিলন হোসেন বলেন, ওর স্বামী ও শাশুড়ি রাতে ওকে হত্যা করার পর শুধুমাত্র আইওয়াশের জন্য হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেছে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এরপর আরিফ বিল্লাহ ও তার মা আমাদের ভয় ভীতি দেখালে ভয় পেয়ে সব মেনে নেব ভেবেছে। এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে বাগবিতণ্ডা হওয়ার পর তারা পালিয়ে যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আরিফুল, আলামিন, রাকিব, ইমরান, বাবু, শাহীন, হাবিবুর, রবিউল, সাগর, কাশেম, শহিদুল, রফিকুল, হোসেন, ঝিলু, কনা, মনিরা, ফাতেমা, সাদিয়া, লাবনী, মরিয়ম, সালেহা, রুনাসহ আরও অনেকে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর পরিবারের কাছে বৈশাখীর লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে ময়নাতদন্তের রিপোর্ট আসামাত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় খালিশপুর থানায় ৬ ফেব্রুয়ারি একটি মামলা হয়েছে।
তবে বৈশাখীর স্বামী মাসুম বিল্লাহ সরদার ও শাশুড়ি নুরজাহান বেগমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এসএম/এমএ