Thursday | 20 March 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 20 March 2025 | Epaper
BREAKING: নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাস      ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি      হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ      চালের দাম বেড়েছে      বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা মুক্ত হলেন সাকিব      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, ১৬ হুথি সদস্য নিহত      রাজধানীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড      

খুলনা বিভাগে ২০ লাখ ১৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

Published : Tuesday, 11 March, 2025 at 4:43 PM  Count : 95

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ ২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে সিটি কর্পোরেশনসহ খুলনা বিভাগের ১০ জেলায় ২০ লাখ ১৭ হাজার একশত ৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এই তথ্য জানানো হয়।

অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বলেন, "প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এই ক্যাম্পেইনে যেন কোনো শিশু বাদ না যায়, সে দিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিগত বছরের মতো এবছরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে, বলে তিনি আশা প্রকাশ করেন।"

অবহিতকরণ সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহসিন আলী ফরাজী, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক বিকাশ কুমার দাস, স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. মুজিবুর রহমান, ইউনিসেফ খুলনার চীফ মো. কাউসার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এস এম শাহরিয়ার। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অবহিতকরণ সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। খুলনা বিভাগে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৭ লাখ ৮১ হাজার ৬৩৭ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৫১৪ জন।

এসএস/আরএন
Related topic   Subject:  খুলনা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close