গাজায় ইসরাইলি হামলায় আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশুসহ অন্তত আট জন নিহত হয়েছেন। এছাড়া, জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ গোষ্ঠীর গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের ওপর ইসরাইলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলি প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হামাস ‘নতুন দফায় আলোচনা’ শুরু করার ঘোষণা দিয়েছে।
পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাজা শহরের দক্ষিণ-পূর্ব সীমান্তের কাছে নেটজারিম এলাকায় এক দল ফিলিস্তিনি একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাছে জড়ো হওয়ার পর একটি ইসরাইলি ড্রোন তাদের ওপর হামলা চালায়।
এছাড়া, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের পূর্বে অবস্থিত শোকা গ্রামে আরেকটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে।
ফিলিস্তিনি মেডিকেল সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছে, সীমান্তে অবস্থানরত সেনারা মধ্য গাজার দক্ষিণ-পূর্ব দেইর আল-বালাহের একটি অঞ্চলে সরাসরি গুলি চালালে একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুটি প্রথমে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং পরে শিশুটির মৃত্যু হয়। আহতদের সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
এমএ