ইসলামের ইতিহাসে কাবা শরীফের রক্ষার এক মহান অলৌকিক ঘটনা ঘটেছিল। যা কুরআনের সূরা আল-ফীল (১০৫:১-৫) তে বর্ণিত হয়েছে। এটি সেই সময়ের ঘটনা যখন ইয়েমেনের শাসক আবরাহা বিশাল এক হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল।
আবরাহা ছিল ইয়েমেনের গভর্নর এবং সে মক্কার কাবা শরীফের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে তার রাজ্যে একটি বিশাল গির্জা নির্মাণ করে চেয়েছিল যে আরবের মানুষ হজের জন্য সেখানে আসবে। কিন্তু যখন দেখল যে মানুষ কাবা শরীফেই যেতে আগ্রহী, তখন সে সিদ্ধান্ত নিল কাবা ধ্বংস করবে।
এই উদ্দেশ্যে সে বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করল এবং সঙ্গে বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হলো। তার বাহিনীর সবচেয়ে বড় হাতিটির নাম ছিল মাহমুদ।
যখন আবরাহার বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছালো, তখন আল্লাহ তাদের বিরুদ্ধে তাঁর বিশেষ সৃষ্টিকে পাঠালেন। হাজার হাজার আবাবিল পাখি আকাশে হাজির হলো। প্রত্যেকটি পাখির ঠোঁটে এবং দুই পায়ে ছোট ছোট পাথরের টুকরা ছিল।
সূরা আল-ফীল-এ আল্লাহ বলেন:
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ ٱلْفِيلِ
"তুমি কি দেখনি, তোমার প্রভু হাতির বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন?"
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
"তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি?"
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
"আর তিনি তাদের বিরুদ্ধে আবাবিল পাখি প্রেরণ করেছিলেন,"
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
"যারা তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করছিল,"
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
"ফলে তিনি তাদের করলেন চিবানো তৃণের মতো।" (সূরা আল-ফীল, ১০৫:১-৫)
আবাবিল পাখিরা সেই বিশেষ সিজ্জিলের (পোড়া মাটির) পাথর নিক্ষেপ করল, যা আবরাহার সৈন্যদের শরীরে গর্ত করে দিলো। আবরাহার সেনাবাহিনী আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে লাগল, কিন্তু কেউই রক্ষা পায়নি।
আবরাহাও গুরুতর ভাবে আহত হয়ে পালানোর চেষ্টা করল। কিন্তু পথিমধ্যে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় এবং সে নিজ রাজ্যে পৌঁছানোর আগেই মৃত্যু বরণ করে।
এই অলৌকিক ঘটনাটি ইসলাম ধর্মের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি প্রমাণ করে যে কাবা শরীফ শুধুমাত্র একটি ইট-পাথরের ঘর নয় বরং এটি আল্লাহর ঘর এবং তিনি নিজেই এর রক্ষক। এই ঘটনার পর থেকে মক্কার মানুষ আরও বেশি করে কাবার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ইসলামের বিস্তার আরও দৃঢ় হয়।
এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহর শক্তির সামনে কোনো দুনিয়াবি শক্তিই টিকতে পারে না। আল্লাহ তাঁর ঘর এবং তাঁর অনুগত বান্দাদের সর্বদা রক্ষা করেন।
এমএ