চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় পরকীয়া সন্দেহে আইয়ুব নবী ওরফে সাগর খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে ইপিজেড থানার দক্ষিন হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. সেজান (২৫) ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার মৃত আলমগীরের ছেলে। নিহত মো. আইয়ুব নবী (২৬) গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোজাহের মিয়ার ছেলে। তিনি স্ত্রীসহ ইপিজেড থানার আকমল আলী এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিজান, সাইমন সাকিব, ও আইয়ুব নবী তারা চার বন্ধু। এদের মধ্যে সাইমনের স্ত্রীর সঙ্গে আইয়ুব নবীর ওরফে সাগরের পরকীয়া সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকে আইয়ুব নবী ওরফে সাগরকে খুনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গতকাল মঙ্গলবার রাতে আইয়ুব নবীকে ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার সিডিএ বালুর মাঠে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আইয়ুব নবীর মৃত্যু হয়।
এ ঘটনায় আইয়ুব নবী ওরফে সাগরের বাবা মোজাহের মিয়া তিন জনের নাম উল্লেখ করে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান দ্য ডেইলি অবজারভারকে বলেন, এ ঘটনায় সেজান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে।
এএইচ/এসআর