চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করে ভুক্তভোগীরা। মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দলিল লেখকদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
বুধবার গোমস্তাপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, জমির রেজিস্ট্রেশন করতে এলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সেরেস্তার নামে ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে সরকারি ফি বহিঃর্ভূত অর্থ আদায় এবং মুহুরী সমিতির নামে দলিল লেখকরা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। এর প্রতিবাদে বুধবার সাব রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ভুক্তভোগী জনসাধারণ। আর এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ সারাবেলার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আলম এবং দৈনিক গণমুক্তির গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলামকে স্থানীয় দলিল লেখকরা মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি শাহীন আলম বলেন, গোমস্তাপুর সাব রেজিস্টার অফিসের সামনে গোমস্তাপুর বাজার পাড়া সমাজ উন্নয়ন যুবসংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সাব রেজিস্ট্রারকে স্মারকলিপি দেওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে দলিল লেখক হুমায়ুন কবির টিংকু, মনিরুল ইসলাম, অলিউল ইসলাম বাবু, হাসমত আলী, শামিম, বাকি, মিনহাজুল ইসলাম টিটোসহ অন্যরা তাদের ওপর হামলা চালায় এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফোনগুলো ফেরত পায় তারা। এ ঘটনায় তারা গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, সাব রেজিস্ট্রার অফিসের ঘটনায় সাংবাদিকরা অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনআই/আরএন