রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে চলাচলরত বাল্কহেডে চাঁদাবাজির অভিযোগে নৌপুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ছয় চাঁদাবাজকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন।
নৌপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির থানাধীন কলাবাগান এলাকায় নৌ বহর বাল্কহেড থেকে চাঁদাবাজি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড শিবালয় থানা ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি একসাথে অভিযান পরিচালনা করে চাঁদাবাজির ছয়জনকে আটক করে। পরে তাদেরকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান দৌলতদিয়া লঞ্চঘাটে এসে ০৬ জন আসামিকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ী জেল শর্তে প্রথমবারের মতো সতর্ক করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তারা এবং তাদের সমমনা কিছু স্থানীয় মানুষ কোস্টগার্ডকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং নৌপুলিশ ফাঁড়ির বিরুদ্ধে মানববন্ধনের হুমকি প্রদান করে।
স্থানীয় লোকজন জানান, আগের সরকারের কিছু লোকজন এটি নিয়ন্ত্রণ করতো, কিন্তু বর্তমান সরকারের যুব দলের কোনো এক নেতা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, মূলত তারা প্রশাসনকে হুমকি-ধামকি দেয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, গতকাল সংবাদ পেয়ে তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়েছে। পদ্মায় নৌপথে চাঁদাবাজি ও বালু উত্তোলনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। আমরা কোনো রকম বালু বিক্রি করতে দেবো না, সেই সাথে চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে।
এসআই/আরএন