কর্কট
(২১ জুন - ২০ জুলাই) আয়-রোজগারে উন্নতির দিন। বকেয়া টাকা আদায়ে সফল হবেন। সঞ্চয়ের চেষ্টা সফল হবে। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় লোকসান কাটিয়ে উঠতে পারবেন। খুচরা-পাইকারি বাণিজ্যে উন্নতির আশা।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) কর্মক্ষেত্রে অগ্রগতির আশা। সাঙ্গঠনিক সাফল্য লাভের দিন। ব্যবসা-বাণিজ্যে সফলতার আশা। দাম্পত্য সুখ-শান্তি ফিরে পাবেন। নতুন পদ পদবী লাভের সুযোগ আসবে।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) ব্যয় বৃদ্ধির আশঙ্কা। পারিবারিক ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ভিসা সংক্রান্ত কাজে উন্নতি। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। রহস্যজনক কাজে অর্থ ব্যয়।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) বড় ভাই-বোনের সাহায্য লাভের দিন। কর্মক্ষেত্রে আয়-রোজগার বৃদ্ধি পাবে। বন্ধুর কোনো ঝামেলার সমাধানে ব্যস্ত থাকতে পারেন। ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় হবে। চাকরিজীবীদের বেতন বোনাস আদায় হবে।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের আশা। পদস্ত ব্যক্তির সাহায্য পাবেন। বেকারদের নতুন চাকরি লাভের আশা।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) মেধাবীদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগারের দিন। শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতির সময়। শিক্ষা পেশার সাথে জড়িতদের ভালো রোজগারের সুযোগ আসবে।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। পাওনাদারের সাথে চলমান জটিলতা মিটিয়ে নিতে চেষ্টা করুন। সাংসারিক কাজে অর্থ সঙ্কট দেখা দিতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক হোন।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) অংশিদারী ব্যবসা-বাণিজ্যে উন্নতি। দাম্পত্য সুখ-শান্তি ফিরে পাওয়ার দিন। অবিবাহিতদের হঠাৎ করেই বিয়ের আলোচনায় সফলতার আশা। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে হবে। শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে। আয়-রোজগারের ক্ষেত্রে উন্নতি। নিজের কাজকর্মে আত্মবিশ্বাসী হতে হবে।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।