নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষণ, নিপীড়ন ও দ্রব্যমূল্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন মানিকমালা খেলাঘর আসর, কলাপাড়া মহিলা ক্লাব ও নাগরিক উদ্যোগ।
কলাপাড়া মহিলা ক্লাবের সাবেক সভানেত্রী শিক্ষিকা নমিতা দত্ত্বের সভাপতিত্বে এবং কমরেড নাসির তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মানিক মেলা খেলাঘর আসরের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম, মহিলা ক্লাব সদস্য মোসা. মরিয়ম বেগম পাখি, প্রভাষক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন।
বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশে রমজান মাস এলেই এ দেশে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এছাড়াও দেশে বর্তমানে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি চরম আকার ধারণ করেছে। মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই। সব জায়গায় চলছে চাঁদাবাজি।
অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার জোর অনুরোধ জানান তারা। এছাড়াও, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করারও জোর দাবি জানান বক্তারা।
টিএইচ/এমএ