Sunday | 27 April 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 27 April 2025 | Epaper
BREAKING: বিদ্যুৎ-মেট্রোরেলসহ যেকোনো ধরনের সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রল দিতে হবে      গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা      মাঠে ফেরার সময় জানালেন তামিম      পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫      রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা      ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও ৮৪      কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন      

কলাপাড়ায় পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন

Published : Thursday, 20 March, 2025 at 5:20 PM  Count : 68

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ কর্তৃক জমি অধিগ্রহণের ফলে বাড়ি-ঘর হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার সকাল ১১টায় ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এই মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন হাফিজুর রহমান পিন্টু গাজী, খবির মোল্লা, আব্বাস মৃধা, সালাম হাওলাদার, ইউনিয়নের মেম্বার আল মামুন মৃধা, হুমায়ুন মোল্লা, রাশেদা বেগম, মোসাঃ সীমা আক্তার সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে ৯২৫.৫০ একর জমি অধিগ্রহণ করে, এই জমিতে বসবাসকারী সকল পরিবারকে উচ্ছেদ করেছ। জমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ প্রতিশ্রুতি দিলেও দুই বছরেও পুনর্বাসনের ঘর হস্তান্তর করেনি। ফলে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। তারা বেড়িবাঁধের ঢালে এবং খাস জমিতে বসবাস করছে। তারা দ্রুত পুনর্বাসন ঘর হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, "আমরা আমাদের বসতভিটা হারিয়েছি, এখন আশ্রয়ের জন্য প্রতিশ্রুত ঘরগুলো দ্রুত হস্তান্তর করা না হলে আমরা আরও সংকটে পড়ব।" 
মানববন্ধনে বক্তারা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য পাঁচজুনিয়া গ্রামে ১৫ একর জমিতে ১৭৫টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজ চলমান আছে। তবে নির্মানকাজ খুবই ধীরগতিতে চলছে। বর্ষাকালের পূর্বে যদি এই ঘর হস্তান্তর করা না হয় তাহলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবর্ননীয় কঠিন পরিস্থিতে পড়বে। 

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্বাসনের ঘর হস্তান্তর না হওয়া পর‌্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা সংশ্লিষ্ট প্রশাসনসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, যেন পুনর্বাসন প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হয়।

গত ১৪ মার্চ, ২০২৩ চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে অধিগ্রহণকৃত জমিতে বসবাসকারী প্রায় ১০০টি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পুলিশ প্রশাসনের সহযোগীতায় অভিযান চালানো হয়। এই অভিযানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী এবং সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারপর থেকে পর‌্যায়ক্রমে অধিগ্রহণকৃত সকল পরিবারকে উচ্ছেদ করা হলেও এখন পর্যন্ত পুনর্বাসনের ঘর হস্তান্তর করা হয়নি।

পিএম/এসআর

Related topic   Subject:  পটুয়াখালী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close