নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে মোসা.আয়শা খনম (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামের পাশে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, মৃত আয়শার মা ও বাবা উভয় সৌদি প্রবাসী। ছোট বেলা থেকে সে পাঁচুড়িয়া গ্রামে তার খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে লালিত পালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সে খেলার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। পরে সে নদীর পানিতে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আনজুমান আরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে।
বিএনপির করা নাশকতার মামলায় নড়াইলের পৌর মেয়র আনজুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। বৃহস্পতিবার (২০মার্চ) সকালে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন না মনজুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গত ৪ আগষ্ট নড়াইলে রাসেল সেতুর উপর আ.লীগের করা নাশকতার ঘটনায় সদর উপজেলা বি এনপি সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২নং আসামী খোকন সাহা এবং ২৬নং আসামী মেয়র আঞ্জুমান আরা। ২৭ জানুয়ারী আসামীগন হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। ২০মার্চ নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে আসামীদের আদালত থেকে হবার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত্বরে আসে। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয়বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।
ডিএস/ এসআর