ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ চেষ্টার সময় পঞ্চগড় সীমান্তে এক শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকালে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বোদা উপজেলার নন্দপাড়া নয়াদিল্লী গ্রামের শ্রী জগদ্বীস চন্দ্র রায়ের ছেলে শ্রী পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ও তিন বছরের মেয়ে বৈষ্ণবী রানী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৭৭৪/৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া নামক স্থান দিয়ে রাতের আধারে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২ মাস ১৫ দিন আগে কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে শিলিগুড়িতে অবস্থান করে তারা। কাজ শেষে ২০ হাজার টাকার চুক্তি করে দালাল চক্রের মাধ্যমে পুনরায় দেশে ফিরার চেষ্টায় তাদের আটক করা হয়। এ সময় দালাল চক্রের দুইজন সদস্য পালিয়ে যায়। আটককৃতদের কাছে ২টি মোবাইল ফোন, ভারতীয় ২৩০০ রুপি এবং বাংলাদেশী নগদ ২৭৮ টাকা উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (৫৬ বিজিবি) লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বোদা থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আটক স্বামী-স্ত্রীকে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া দালাল চক্রের দুইজনকে আটকের চেষ্টা চলছে।
এসআই/আরএন