কর্কট
(২১ জুন - ২০ জুলাই) আর্থিক ক্ষেত্রে ব্যবসায়ীদের উন্নতি হবে। পারিবারিক ব্যবসা-বাণিজ্যে আত্মীয়-স্বজনের সাহায্য পাবেন। অংশিদারী ব্যবসা-বাণিজ্যে সফল হতে পারবেন।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) সকল কাজেই সতর্ক হতে হবে। ব্যবসা-বাণিজ্যের নতুন প্রসারে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন। শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) দিনটি সৃজনশীল কাজে সাফল্য লাভের। ব্যবসায়ীক কাজের জন্য মেধাবীদের ভালো রোজগার হবে। সন্তান ও প্রেম-ভালোবাসায় অগ্রগতির আশা। মেধাবীদের জীবনে পরিবর্তন হতে চলেছে।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ভূমি স্থাবর সম্পত্তি বিষয়ে অগ্রগতির দিন। পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। গৃহস্থালী কাজে আত্মীয়দের সাহায্য পাবেন। গৃহের কোনো জটিলতায় মায়ের সাহায্য পাবেন।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) গণমাধ্যম ও ই-কমার্স ব্যবসা-বাণিজ্যে অগ্রগতির দিন। ছোট ভাই-বোন ও পাড়া প্রতিবেশীর সাহায্য লাভের আশা। গৃহস্থালী কাজে উন্নতি। মধ্যস্ততার কাজে ভালো রোজগার।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) বকেয়া অর্থ আদায়ে জোর দিতে হবে। খুচরা-পাইকারি ব্যবসা-বাণিজ্যে অগ্রগতির দিন। সামাজিক কোনো নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) কর্মক্ষেত্রে সম্মানিত হবেন। ব্যবসায়ীক কাজে উন্নতির আশা। পেশাজীবীদের এ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সাংসারিক জীবনে সফলতার আশা।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) আয়-রোজগারের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ। আমদানি শুল্ক সংক্রান্ত জটিলতা এড়াতে হবে। গৃহস্থালী কাজে উন্নতি।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) কর্মক্ষেত্রে আয়-রোজগার বৃদ্ধি পাবে। বড় ভাই-বোনের কাছ থেকে ঈদের উপহার পেতে পারেন। ব্যবসায়ীক কাজে উন্নতির আশা। গৃহস্থালী জীবনে বন্ধুর সাহায্য পাওয়ার আশা।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।