বরগুনার আমতলীতে ঈদকে সামনে রেখে মসলার দাম বেড়েই চলেছে। প্রতিটি মসলার দামই অনেক বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে। আমতলী পৌরসভাধীন নতুন বাজার, পুরাতন বাজার, বাধঘাট বাজার, মিঠা বাজারসহ প্রতিটি বাজারেই মসলার দাম নিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা।
গত এক সপ্তাহে জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি মতো মসলার দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। অথচ এসব মসলা প্রতিটি ব্যবসায়ীর ঘরে মজুদ আছে বলে জানান ক্রেতারা। বর্তমানে প্রতি কেজি মসলা ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।
মসলা ক্রেতা সুমন মিয়া ও সজিব মিয়া জানান, প্রতিটি ঈদেই মসলার চাহিদা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি থাকে। সেই চাহিদাকে পুঁজি করে আমতলী পৌর শহরসহ উপজেলার প্রতিটি বাজারে ব্যবসায়ীরা মসলাজাতীয় পণ্যের দাম বাড়িয়েছেন।
বড় বাজারের মসলা বিক্রেতা খোকন মিয়া জানান, মহাজনরা মসলার দাম বৃদ্ধি করায় আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাই এর প্রভাব পড়েছে উপজেলার প্রতিটি বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম।
আমতলী পৌর শহরের প্রতিটি বাজারে এখন ছোট এলাচ প্রতি কেজি ৬ হাজার টাকা, বড় এলাচ প্রতি কেজি তিন হাজার ৪০০ টাকা, লবঙ্গ এক হাজার ৫০০ টাকা, জিরা ৭০০ থেকে ৮০০ টাকা, গোল মরিচ ৮০০ টাকা, দারুচিনি ৬৫০ টাকা, হলুদের গুঁড়া ৫০০ টাকা, কালোজিরা প্রতি কেজি ৪৫০ টাকা, তেজপাতা ২০০ টাকা, আদা ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
উপজেলা শহরের বাজারগুলোর চেয়ে গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে মসলার দাম বেশি বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।
এসকে/এমএ