Sunday | 27 April 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 27 April 2025 | Epaper
BREAKING: বিদ্যুৎ-মেট্রোরেলসহ যেকোনো ধরনের সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রল দিতে হবে      গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা      মাঠে ফেরার সময় জানালেন তামিম      পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫      রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা      ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও ৮৪      কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন      

পেকুয়ায় প্রকাশ্যে অস্ত্রবাজি, শিক্ষার্থীসহ আহত ১৬

Published : Monday, 24 March, 2025 at 7:34 PM  Count : 139

কক্সবাজারেপেকুয়ায় ১১ একর লবণমাঠ দখলে নিতে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে শিক্ষার্থীসহ ১৬জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮জন নারী।

সোমবার (২৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া রুপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন, রুপালী বাজার এলাকার নুরুন্নবীর মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ছাত্রী আফরোজা (১৮) ও তাঁর মা মিনা আক্তার (৪৫), নুরুচ্ছফার মেয়ে ও উজানটিয়া এএস সিনিয়র মাদ্রারাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্রী কাসফা (১৮), ছেলে কফিল উদ্দিন (২২), জয়নাল আবেদীনের স্ত্রী জেয়াসমিন আক্তার (৩০), মৃত আবুল কাসেমের ছেলে আমজাদ (২২), হাসান আলীর ছেলে বেলাল উদ্দিন (৩২), তাঁর ভাই ছরওয়ার (৩০), বারেকের স্ত্রী রীনা আক্তার (৩০), পেঠানের স্ত্রী কুলসুমা (৩৫), মৃত গুরামিয়ার পুত্র আহমদ হোসেন (৭৭), আহমদ নবীর স্ত্রী বুলু আক্তার (৩০), আহমদ ছবির স্ত্রী হামিদা বেগম (৪০), হাকিম আলীর পুত্র তৌহিদ (৩৫), মৃত আলী হোসেনের পুত্র আবুল কালাম (৮০) ও মৃত হাবিবুর রহমানের পুত্র হাসান আলী (৬০)। 

এদিকে ঘটনার পর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আশঙ্কাজনক আমজাদ, হামিদা বেগম, হাসান আলী ও কফিল উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, ১১ একর লবণমাঠ নিয়ে রুপালী বাজার এলাকার কালা মিয়া, খুইল্যা মিয়া ও আলী হোসেন গংদের সঙ্গে একই ইউপির মালেক পাড়ার জাফর আলম, আবু তাহের, মনির আহমদ ও আরিফ আহমদ গংদের বিরোধ চলছে। সম্প্রতি দুপক্ষের বিরোধ চরম আকার ধারণ করে। জমি কালা মিয়া গংদের ভোগ দখলে রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তের পর একটি পক্ষ ওই জমি জবর দখলের পায়তারা শুরু করে। ঘটনার দিন সকালে একদল অস্ত্রধারী লোক এলোপাতাড়ি গুলি ছুঁড়ে রুপালী বাজার পাড়ায় হাবিব উল্লাহ বাপের বাড়িতে ঢুকে পড়ে। এসময় অস্ত্রধারীর ছোঁড়াগুলিতে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এমনকি সন্ত্রাসীরা এনজিও কর্মী আবিদের বাড়ি আগুন দিয়ে জালিয়ে দেয়। পরে খবর পেয়ে এলাকার লোকজন জড়ো হতে থাকলে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। তাঁরা অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। 
আহতদের স্বজন আহমদ ছব্বি ও রোহেনা আক্তার বলেন, সকালে মালেক পাড়ার সাইফুল, সুমন, আবু সুফিয়ান, জাবেদ, জায়েদ, সায়েদ, আরাফাত, লিমন, ফরহাদ, লুৎফর, নেওয়াজ, ওয়াহিদসহ ২০-৩০ জনের অস্ত্রধারী দুদিক থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। গুলি ছুড়তে ছুড়তে তাঁরা আমাদের বাড়িতে চলে আসে। এসময় লক্ষ্য করে আমাদের উপর গুলি করে। গুলির আঘাতে আমরা ১৬ জন আহত হই। সন্ত্রাসীরা যখন গুলি ছুড়তে ছুড়তে বাড়ির দিকে আসছিল তখন বিদ্যুৎ চলে যায়। চারটি সিসি টিভির ক্যামেরা ভেঙে ফেলে। একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যতক্ষণ তান্ডত চালায় ততক্ষণ বিদ্যুৎ ছিল না। তবে সন্ত্রাসীরা যাওয়ার পরপর বিদ্যুৎ আসে। আমরা প্রশাসনের সহযোগিতা চাইলেও কোন রকম সহযোগিতা পায়নি।

এদিকে সকালে অস্ত্রধারীদের প্রকাশ্যে তান্ডব ও বন্দুক হাতে নিয়ে গুলি ছোঁড়ার এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক পরিহিত কয়েকজন অস্ত্রধারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচএসইউ/এসআর
Related topic   Subject:  কক্সবাজার   পেকুয়া  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close