এক সময় বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের খবরে বলিপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। তখন সদ্য সালমান খানের সঙ্গে ব্রেকআপ হয়েছে ঐশ্বরিয়ার, আর অভিষেক বচ্চনের সঙ্গে তখনো প্রেমের সূচনা হয়নি।
ঠিক সেই সময় বিবেক ওবেরয়ের হাত ধরেন ঐশ্বরিয়া। তাদের প্রেমও বেশ জমে ওঠে। এই প্রেমকে পুঁজি করে বক্স অফিসে সফলতা আনার জন্য একাধিকবার একসঙ্গে কাজ করেন তারা। কিন্তু সিনেমাগুলো খুব একটা সাড়া ফেলতে পারেনি।
এসময় তাদের প্রেমের গল্পে আসতে থাকে নানা মোড়। একের পর এক সিনেমায় অভিনয়ের সুযোগ পাচ্ছিলেন ঐশ্বরিয়া, অন্যদিকে বিবেকের হাতে কাজের সংখ্যা কমতে থাকে। বিবেকের ঘনিষ্ঠ মহলের ধারণা, অভিনেতার এমন ক্যারিয়ার পতন মেনে নিতে পারেননি ঐশ্বরিয়া। বিভিন্ন গসিপ ম্যাগাজিনে সে সময় দাবি করা হয়েছিল বিবেকের নিম্নমুখী ক্যারিয়ার গ্রাফই নাকি তাদের ব্রেকআপের প্রধান কারণ।
বলিপাড়ায় এমনও গুঞ্জন ছিল বিবেকের সঙ্গে নাকি ঐশ্বরিয়ার বিয়ের কথাও পাকাপাকি হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে সম্পর্কের ইতি টানেন ঐশ্বরিয়া।
এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিবেক ওবেরয় মন্তব্য করেন, “একটা জিনিস পরিষ্কার প্লাস্টিক বিউটির ভেতরে রয়েছে প্লাস্টিকের মন।”
তিনি আরও বলেন, “ব্রেকআপ আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিজেকে ধ্বংস করে দিচ্ছিলাম প্রচুর মদ খেয়েছি, অনেক টাকা খরচ করেছি। কিন্তু পরে বুঝেছি এসব কিছুই কাজে দেয় না। যে যেতে চায়, সে যাবেই।”
আরএন