ফেনীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। শহরের পিটিআই মাঠে উদ্বোধন হয়েছে ৭ দিনব্যাপী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে অনুষ্ঠিত হয় বর্ণিল শোভাযাত্রা, যাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রায় হাজারের বেশি মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় পিটিআই মাঠের মেলায় প্রতিদিন থাকছে লোক নাট্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
শোভাযাত্রা ও মেলায় আগত দর্শনার্থীরা জানান, এবারের বর্ষবরণে উৎসবের আমেজ অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত ও আনন্দময়।
জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
সকালের আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রোবায়েত বিন করিমসহ জেলার উচ্চ পদস্থ কর্মকর্তারা।
বর্ষবরণ উপলক্ষে পিটিআই মাঠের মেলায় অর্ধশতাধিক স্টল অংশ নিয়েছে। এসব স্টলে বিক্রি হচ্ছে নানা রকম লোকজ পণ্য। রয়েছে শিশুদের আনন্দদানের জন্য নাগরদোলা ও বিনোদনের নানা আয়োজন।
এটি/আরএন