মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ বসুমতী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় নাজমিন আক্তার পাখি নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচার দাবিতে রবিবার বেলা ১২টার দিকে হাসপাতালের সামনে লাশ নিয়ে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা। এ সময় তারা হাসপাতালের টিভি, চেয়ার ও কাউন্টার ভাঙচুর করেন।
নিহত নাজমিন আক্তার পাখি উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের নাজিম শেখের মেয়ে এবং কুয়েত প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী।
নিহতের চাচা জুয়েল শেখ জানান, গত শনিবার সকালে পাখির পিত্তথলির পাথর অপারেশনের জন্য নিউ বসুমতী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসক ডা. জুলকার নাইম ভুল অপারেশন করেন বলে অভিযোগ। রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হলে হাসপাতাল কর্তৃপক্ষ সব খরচ বহনের প্রতিশ্রুতি দিয়ে পরিবারকে চুপ থাকতে বলে। জুয়েল শেখ আরও বলেন, “আমরা আজ এখানে এসেছি এই হাসপাতালের ডাক্তার ও মালিকদের বিচার দাবি করতে। যেন আর কোনো রোগী ভুল চিকিৎসার কারণে প্রাণ না হারায়।”
হাসপাতালের পরিচালক ফজলুর রহমান বলেন, “আমাদের হাসপাতালে নিয়মিত সিজার ও অন্যান্য অপারেশন হয়। আগে কখনো এমন কোনো সমস্যা হয়নি। তবে ডাক্তারের ভুলে যদি এমন কিছু ঘটে থাকে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
ডা. হাসান জুলকার নাইম বলেন, “কোনো ধরনের ভুল চিকিৎসা হয়নি। পুরো অপারেশন ভিডিও করা আছে। অপারেশনের পর রোগীর জ্ঞান ফেরে, কিন্তু পরে হার্টফেইল করলে তাকে ঢাকা ডেল্টা হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদি বলেন, “বিষয়টি জানতে পেরে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামীকাল সকাল থেকে কমিটি কাজ শুরু করবে। আগামী তিন কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন তৈরি করে সিভিল সার্জনের নিকট পাঠানো হবে। এরপর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
এনইউ/আরএন