Sunday | 27 April 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 27 April 2025 | Epaper
BREAKING: বিদ্যুৎ-মেট্রোরেলসহ যেকোনো ধরনের সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রল দিতে হবে      গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা      মাঠে ফেরার সময় জানালেন তামিম      পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫      রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা      ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও ৮৪      কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন      

উৎসবটা একটা প্রতিরোধেরও বিষয়: আনু মুহাম্মদ

Published : Monday, 14 April, 2025 at 4:49 PM  Count : 40

অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ জানিয়েছেন, একটি বিশেষ গোষ্ঠী—যারা বৈষম্যবাদী, সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ধারক এবং উৎসব, আনন্দ কিংবা নারীর সক্রিয়তা সহ্য করতে পারে না—তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব গোষ্ঠীর কারণেই চট্টগ্রামে পহেলা বৈশাখের উৎসব ক্ষতিগ্রস্ত হয়েছে, মেলায় হামলা ও ভাঙচুর হয়েছে, আতঙ্ক ছড়ানো হয়েছে।


রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন পার্কে গুলশান সোসাইটি ও ‘অলিগলি বন্ধু’ আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এসব কথা বলেন।


তিনি বলেন, “আমরা যখন উৎসব করি, তখন সেটি শুধু আনন্দ নয়, প্রতিরোধের দিনও হয়ে ওঠে। কারণ এই আনন্দ টিকিয়ে রাখতে হলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়।” বর্তমান বিশ্ব বাস্তবতায় ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং আরব বিশ্বের নিষ্ক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, “হাজার হাজার নারী, পুরুষ ও শিশুর হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে প্রতিবাদের যে ঢেউ উঠেছে, সেটাই আমাদের মানবিক প্রতিরোধের চেতনা।”


আনু মুহাম্মদ পরিবেশ বিপর্যয়ের দায়ও আরোপ করেন রাষ্ট্রীয় উন্নয়নের নামে পরিচালিত অপরিকল্পিত কর্মকাণ্ডের ওপর। তিনি বলেন, “এই পার্কের গরম যেটুকু আপনি অনুভব করছেন, শহরের বাইরের অবস্থা আরও ভয়াবহ। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের জন্য দায়ী প্রভাবশালীরা ও বিগত সরকারের তথাকথিত উন্নয়ন।”


তিনি সবাইকে আহ্বান জানান ঐক্য গড়ে তোলার—“আমাদের প্রতিরোধ কেবল নিজেদের জন্য নয়, একটি মানবিক বিশ্ব গড়ার লক্ষ্যেও হওয়া উচিত।”

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনামও বক্তব্য দেন। পহেলা বৈশাখ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এই দিনটি কেবল উদযাপন করি না, এটি আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎস। আমাদের উচিত এই সংস্কৃতিকে আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি অন্তর্ভুক্ত করা।”


তিনি অভিজাত শ্রেণির বাংলা চর্চার অভাবের কথাও তুলে ধরে বলেন, “অনেক পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতির অনুশীলন নেই। আমাদের উচিত আমাদের সন্তানদের বাংলা ভাষা, সাহিত্য ও সংগীতের মাধুর্য সম্পর্কে সচেতন করা।”


তিনি আরও বলেন, “উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পরিচিতি প্রয়োজন, তবে সেটার সঙ্গে আমাদের নিজস্ব সংস্কৃতি, জাতিসত্তা ও সাহিত্যবোধকে গুরুত্ব দিতে হবে। এগুলোই আমাদের প্রকৃত পরিচয় গড়ে তোলে।”


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত এবং অলিগলি বন্ধুর পক্ষে নাভিন মুরশিদ। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।


এসআর



LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close