কর্কট
(২১ জুন - ২০ জুলাই) পারিবারিক কোনো সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীক কাজে পরিবারের সদস্যদের সাহায্য লাভের সময়। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের যোগ। গৃহ স্থাবর সম্পত্তি লাভের আশা।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) সকল প্রকার বৈদেশিক যোগাযোগে উন্নতির আশা। গ্রহস্থালী কাজে ছোট ভাই-বোনের সাহায্য পাবেন। মধ্যস্ততার ব্যবসায় অপ্রত্যাশিত রোজগারের আশা। ব্যবসায়ীক প্রচারে উন্নতির আশা।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) বকেয়া টাকা আদায়ে উন্নতির আশা। খুচরা-পাইকারী ব্যবসা-বাণিজ্যে সফল হবেন। হোটেল, মোটেল ও খাদ্য ব্যবসায়ীরা ভালো লাভ করবেন।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) কাজে কর্মে উন্নতির দিন। পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। আয়-রোজগারে সফল হবেন। ব্যবসায়ীক কাজে সফলতা। কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের অনাকাঙ্খীত ব্যয় হবে। গৃহস্থালী কোনো যন্ত্রাংশ ক্রয় করতে হবে। আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের আশা।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) বড় ভাই-বোনের সাহায্য লাভের আশা। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। চাকরিজীবীদের আয়-রোজগারে উন্নতির আশা। ঠিকাদারী বকেয়া বিল আদায়ের দিন।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) পদস্ত কর্মকর্তার সাহায্য লাভের দিন। জীবন-জীবিকার ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভের আশা।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ভাগ্য উন্নতির দিন। আমদানি-রপ্তানি বাণিজ্যে সফল হতে পারবেন। ধর্মীয় আধ্যাত্মীক কাজে সফল হবেন। উচ্চ শিক্ষায় সাফল্য লাভের আশা।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ব্যাংক ঋণের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ব্যবসায়ীক কাজে উন্নতির জন্য কিছু ঝুঁকি নিতে পারেন। চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হবে। পাওনাদারের সাথে জটিলতা মিটিয়ে নিতে হবে।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।