ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে মাঝপথেই স্থগিত করা হয়েছে আইপিএল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়েছে আপাতত লিগটি বন্ধ রাখার।
প্রথমে বলা হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। পরে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আপাতত এক সপ্তাহের জন্য লিগ স্থগিত করা হয়েছে।
বিসিসিআই জানিয়েছে, বাকি ১৬টি ম্যাচের ভবিষ্যৎ এক সপ্তাহ পর নির্ধারিত হবে। অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে আইপিএলের বাকি অংশ কীভাবে আয়োজন করা যায়। কিন্তু যদি সেই সময়ের মধ্যে ভারত ফের লিগ শুরু করতে না পারে, তাহলে বিকল্প কী?
এই প্রশ্নের উত্তরে এগিয়ে এসেছে ইংল্যান্ড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে যদি বিসিসিআই আইপিএল আয়োজন করতে চায়, তাহলে ইংল্যান্ডে লিগ আয়োজনের আগ্রহ রয়েছে তাদের। এর আগে করোনাকালে লিগ স্থগিত হওয়ার পর, সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল।
পাঠানকোটে পাকিস্তানি হামলার পর ধর্মশালায় চলমান একটি ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। এরপর মাঠের আলো নিভিয়ে দর্শকদের স্টেডিয়াম ত্যাগ করতে বলা হয়। বর্তমানে নিরাপত্তাজনিত কারণে দেশের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
আইপিএল যেহেতু কয়েক হাজার কোটি টাকার বাণিজ্যের সঙ্গে জড়িত, তাই বিসিসিআই যেকোনোভাবেই এই লিগ সম্পন্ন করতে চায়। নিজেদের দেশে সম্ভব না হলে, বিদেশে আয়োজন করতেও তারা প্রস্তুত।
আরএন