Friday | 13 June 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 13 June 2025 | Epaper
BREAKING: এবার বিচার বিভাগের ৮ স্থাপনার সামনে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা       তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা      সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ      দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত ৪৯      ঢাকায় একদিনে ১০ জনের করোনা শনাক্ত      গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪      বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ       

রায়পুরে আওয়ামী সমর্থিত ২ জনপ্রতিনিধিসহ গ্রেফতার ৬

Published : Tuesday, 13 May, 2025 at 5:48 PM  Count : 82

লক্ষ্মীপুরে মাদাম ব্রীজ ও পৌর শহরের চকবাজারে জুলাই আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় ৬ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ ও ১৩ই মে দিবাগত রাতে রামগঞ্জ, সন্ধ্যা ও ভোরে রায়পুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুর পৌরসভা আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সহ-সভাপতি আবু নাসের বাবু, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল মামুন, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মনিরুল বাসার মিলন ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন, চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর হোসেন ও আওয়ামী লীগ নেতা মিশকাত হোসেন।

রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল বাসার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

তাঁরা জানান, গত বছরের ৪ আগষ্ট লক্ষ্মীপুর পৌর শহরে ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, জুলাই আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় ২৩০ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকটি মামলার প্রধান আসামী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) এ.কে.এম সালাহ উদ্দিন টিপুসহ অন্যান্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

উল্লেখ্য, গত বছর চার আগস্ট লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও আহত হয় কয়েক’শ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা করা হয়।

ওআরএম/এসআর
Related topic   Subject:  লক্ষ্মীপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close