নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুটপাট ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ভুক্তভোগীকে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।
ভুক্তভোগী আয়েশা আক্তার (৩০) জানান, গত ১১ মে রাতে ঘুমন্ত অবস্থায় তার ঘরের দরজা ভেঙে তিনজন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে এবং তার খালাতো দেবর মীর তাসফিকুল ইসলাম অয়নকে মারধর করে। পরে তারা আলমারি থেকে নগদ দুই লাখ টাকা এবং প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ঘটনার পর আসামিরা আয়েশাকে ধর্ষণের চেষ্টা করে এবং ধস্তাধস্তির এক পর্যায়ে তার পরনের সালোয়ার খুলে ফেলে উলঙ্গ করে ছবি ও ভিডিও তোলে। এক পর্যায়ে তারা আয়েশা ও তার খালাতো দেবরের আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীতে ১নং আসামী শফিক মিয়া ভুক্তভোগীর ইমু নাম্বারে কল করে অর্থ দাবি করে এবং হুমকি দেয়—চাহিদামতো টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
এ ঘটনায় নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা (নং-১৮, তারিখ-১৩/০৫/২০২৫) রুজু হয়েছে। মামলায় মোট তিনজনকে আসামী করা হয়। এজাহারভুক্ত ৩নং আসামী নান্টু মিয়াকে (৪৫) ইতোমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এমএসপি/ এসআর