Friday | 13 June 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 13 June 2025 | Epaper
BREAKING: এবার বিচার বিভাগের ৮ স্থাপনার সামনে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা       তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা      সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের সম্পত্তি জব্দ      দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত ৪৯      ঢাকায় একদিনে ১০ জনের করোনা শনাক্ত      গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৪      বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তায় আগ্রহী কমনওয়েলথ       

চমক নিয়ে বাজারে এলো অপো ‘এ৫এক্স’

Published : Thursday, 15 May, 2025 at 10:33 AM  Count : 133

অপো ‘এ৫এক্স’

‘পাওয়ার’, ‘পারফরম্যান্স’, ‘ডিউরাবিলিটি’ এই তিনটি চমক নিয়ে দেশের বাজারে এলো অপো ‘এ৫এক্স’ (৪জিবি + ৬৪জিবি)। বৃহস্পতিবার থেকেই গ্রাহকদের জন্য এই স্মার্টফোনটি উন্মুক্ত হচ্ছে। অপোর এই ডিভাইসটির বাজার মূল্য ধরা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা।

অপো ‘এ৫এক্স’-এ গ্রাহকরা পাবেন আইপি৬৫ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, মেলিটারি-গ্রেড ড্রপ প্রটেকশন এবং ফ্ল্যাগশিপ-লেভেল বিভিন্ন ফিচারের সমন্বয়, যা ব্যবহারকারীদের দেবে এই সেগমেন্টে সর্বোচ্চ স্মার্টফোন এক্সপেরিয়েন্স। মূলত. আউটডোরে ব্যবহারের কথা ভেবে ডিজাইন করা এই মোবাইল স্থায়িত্ব ও পারফরম্যান্সের দারুণ এক প্যাকেজ। এই সেগমেন্টের স্মার্টফোনে প্রায়ই ফোনের স্থায়িত্ব বা ‘ডিউরাবিলিটি’ গুরুত্ব দিয়ে ভাবা হয় না। 

অপো ‘এ৫এক্স’ দিচ্ছে পানি ও ধুলো থেকে আইপি৬৫ প্রোটেকশন। কারণ ব্যবহারকারীদের প্রায়ই আবহাওয়া ও পরিবেশের অনিশ্চিত, বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয়। অপোর অভিনব ওয়াটার স্প্ল্যাশ টাচ প্রযুক্তির কারণে ফোন ভেজা থাকলেও নিখুঁত স্ক্রিন রেসপন্স দিতে পারে, এতে ফলস টাচ কমে যায়। তাই ভেজা হাত, এমনকি হালকা বৃষ্টিতেও নির্বিঘ্নে স্মার্টফোন ইউজ করা যায়। 

এছাড়া, গ্লাভস ব্যবহার করেও ফোনে স্ক্রল করা যায়, কারণ ঠান্ডা কিংবা প্রখর রোদে অনেকেই মোটরবাইক চালানোর প্রয়োজনে তা ব্যবহার করেন।  অপো ‘এ৫এক্স’ এ আরো রয়েছে- আউটডোর মোড, যেটি সরাসরি সূর্যরশ্মিতে আল্ট্রা-ক্লিয়ার ভিজিবিলিটি নিশ্চিত করে। তাই যারা দীর্ঘ সময় ঘরের বাইরে অবস্থান করেন এটি তাদের জন্য যথার্থ স্মার্টফোন।

এই ফোনের স্থায়িত্ব নিয়ে আরও বলা যায়- অপো ‘এ৫এক্স’ এ রয়েছে, ১৪-স্টার সার্টিফিকেশনসহ মেলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স, কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং এসজিএস গোল্ড সার্টিফিকেশন; সবমিলিয়ে  শক্তিশালী ও দৃঢ় নিরাপত্তা, যা এই প্রাইস সেগমেন্টে খুব কমই দেখা যায়। তাই কর্মক্ষেত্রে অথবা কোথাও গমনকালে ভুলবশত হাত থেকে পড়ে যাওয়াসহ বিভিন্ন দুর্ঘটনায় ‘এ৫এক্স’ গ্রাহকদের দেবে আত্মবিশ্বাসের সঙ্গে সুরক্ষা।

এই স্মার্টফোনে আরো রয়েছে- ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার, যা খুব কমই এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোতে দেখা যায়। ডিভাইসটিতে ব্যবহারকারীরা আরো পাবেন আপগ্রেডেড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স যেমন- এআই ইরেজার ২.০, যেটি ছবি থেকে অপ্রয়োজনীয় বিষবস্তু মুছে ফেলতে সাহায্য করে; এআই আনব্লার, ব্লারি ছবি স্পষ্ট করতে সাহায্য করে।

এছাড়া, এআই ক্লিয়ারিটি এনহেন্সার প্রতিটি শটকে করে আরও নিখুঁত। অধিকন্তু, এআই রিফ্লেকশন রিমুভার আলোর অযাচিত প্রতিফলন দূর করে। এআই স্টুডিও ২.০ স্টুডিও-কোয়ালিটি মনের মতো ইফেক্ট ব্যবহার করে পোর্ট্রেট তৈরিতে সাহায্য করে। এছাড়া সৃজনশীল ভাবে ছবি সম্পাদনায় ভূমিকা রাখে এআই স্মার্ট ইমেজ মেটিং, যার মাধ্যমে সহজেই ছবি থেকে কোনো বিষয় আলাদা করা যায়।

টেকসইতা এবং এআই-পাওয়ারড টুলস এর বদৌলতে ‘এ৫এক্স’-এ গ্রাহকদের দিচ্ছে একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন অভিজ্ঞতা। এই মোবাইলে আছে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আরও আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে, যেটি ১০০০-নিট ব্রাইটনেস প্রদান করে এবং ব্যবহারকারীদের দেয় উজ্জ্বল ভিজ্যুয়াল। 

এই ডিভাইসে আরো আছে- স্মার্টফোনে দ্রুত ও নিরাপদ এক্সেসের জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি উচ্চ স্পষ্ট শব্দ শোনার জন্য ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম মোড। এই সবকিছু প্যাক করা আছে- ৭.৯৯এমএম স্লিম বডিতে যার ওজন মাত্র ১৯৩ গ্রাম। তাই ফোনটি আরামদায়ক ভাবে ও সহজেই মুঠোবন্দি করা যায়। দুটি বাহারি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি- একটি হচ্ছে লেজার হোয়াইট এবং অপরটি হচ্ছে মিডনাইট ব্লু।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, 'যেসব ব্যবহারকারীরা আউটডোরে লম্বা সময় কাটান অপো ‘এ৫এক্স’ বিশেষত তাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। পানি, ধুলো ও ড্রপ রেজিস্ট্যান্স এই স্মার্টফোনটি প্রতিটি মুহূর্তেই নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকে।  এটির স্লিম ডিজাইন সারা দিনব্যাপী কমফোর্ট দিয়ে ইউজারের পাশে থাকে।'

অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) প্রি-অর্ডারের জন্য আগামী ১৫ মে থেকে বাজারে পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডারের মাধ্যমে গ্রাহকরা জিতে নিতে পারেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি লটারি, এক মাসের ফ্রি বঙ্গ সাবস্ক্রিপশন অথবা নিশ্চিত ভাবে কম্বো গিফ্ট বক্স। 

বিস্তারিত তথ্যের জন্য অপো বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/OPPOBangladesh) ও অপো বাংলাদেশের ওয়েবসাইট (https://www.oppo.com/bd) ভিজিট করুন।

এমএ
Related topic   Subject:  অপো ‘এ৫এক্স’  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close