জামালপুরে স্কুলে প্রবেশের আগমুহূর্তে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে শিশু আতিউর রহমান আবির (৫)। বৃহস্পতিবার (১৫ মে) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিনন্দেরপাড়া এলাকায় এম এ গফুর মেমোরিয়াল একাডেমির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবির জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার রাশেদুর রহমানের ছেলে। সে এম এ গফুর মেমোরিয়াল একাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে স্কুলে প্রবেশ করার সময় দিগপাইত থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় কেউ সেটিকে আটক বা শনাক্ত করতে পারেনি।
এলাকাবাসীর অভিযোগ, ইউনাইটেড গ্রুপ পরিচালিত এই স্কুলটি উচ্চমানের হলেও এর সামনে কোনো নিরাপত্তাকর্মী নেই। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করলেও সেখানে নেই কোনো স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং বা সতর্কতামূলক সাইনবোর্ড।
এ বিষয়ে এম এ গফুর মেমোরিয়াল একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাশুকুর রহমান বলেন, শিশু আবির তার বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে স্কুলে এসেছিল। সিএনজি থেকে নেমে দৌঁড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, স্কুলের সামনে স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখনো সরকারিভাবে অনুমোদন মেলেনি।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল আতিক মুঠোফোনে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জেজে/আরএন