বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বার্ষিক পুরষ্কার প্রদান অনুষ্ঠান- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।
অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল গবেষণা, শৃঙ্খলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা এবং বিশ্ববিদ্যালয়ের কাজে সততা ও নিষ্ঠার জন্য বিভিন্ন অনুষদ, ডিপার্টমেন্ট, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কৃত করা।
বিইউপির উপাচার্য গবেষণা, পাঠ্যক্রমিক কার্যক্রম, নেতৃত্ব, সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন অনুষদ, ডিপার্টমেন্ট, শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
বার্ষিক পুরষ্কার প্রদান অনুষ্ঠান ২০২৪ বিইউপির মেধাবী সদস্যদের সম্মাননা প্রদানের মাধ্যমে শৃঙ্খলা, উৎকর্ষতা এবং সততার মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতির প্রতিফলন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএ